+8801744624465

Sudipto Barman, Rajshahi, BD

Get Update on our recent News & Tips

Friday 2 June 2017

বাস্তবতার পেছনে লুকানো বিলাসিতা ।



অনেক ছেলেকে দেখেছি হোটেলে গিয়ে শুধু আলু ভর্তা ( মাত্র ৬ টাকা ) দিয়ে ভাত খেয়ে পেট ভরিয়েছে ।

""ভাই ,এতো এতো আইটেম থাকতে কেন শুধু আলু ভর্তা দিয়ে খেলেন ? "" -- এই কথাটা আমি জিজ্ঞেস করার সাহস পাই না ।
কেন পাই না ? কারন এরা সবাই রুট লেভেলের ছেলে মেয়ে ।
দুইটা টিউশনি করে চললেও পকেটের হিসাবটা ঠিক রাখে । মুরগির মাংসের গন্ধ শুকে লাঞ্চ করে ফেলে । কিন্তু ভুল করেও মুরগির পিস নেয় না । কেননা একটা মুরগির পিসের দাম ২০ থেকে ২৫ টাকা । ভালো হোটেলে গেলে এইদাম ৫০ থেকে ৬০ টাকা । বিলাসিতার প্রশ্নই আসে না ।
নিম্নবিত্ত জীবনে জুতার ব্যাবহার কেমন হতে পারে সেটা বুঝতে হলে পাবলিক ভার্সিটির আঙিনা ঘুরে যান ।
কিন্তু এইটা যে নিউমার্কেটের ১৫০ টাকার দোকান থেকে কেনা হয়েছে এই ব্যাপারে বোধ করি খুব কম সংখ্যকই ধারনা করতে পারবেন ।
১২০ টাকা দামের প্লাস্টিকের জুতার তলা ক্ষয়ে সাদা রাবার দেখা যায় । ছেলেটার গেটাপ দেখলে আপনার মনে হবে খ্যাত । কিন্তু কথা বললেই বুঝতে পারবেন ,এরকম খ্যাত টাইপের একটা ছেলে কেমন দুর্ধর্ষ ইংরেজি বলতে পারে । গায়ের শার্ট দেখে ভাবতে পারেন ,বাহ কি দামী শার্ট ।

দুইটা গেঞ্জি অদল বদল করে সপ্তাহে পাঁচদিন পরা হয় । সব সময় বাটন মোবাইল ইউজ করা ছেলেটাকে দেখে ভাববেন না সে স্মার্ট ফোনের কিছুই সে জানে না ।
অভাবী সংসার থেকে এসেছে । তাই স্মার্ট ফোন কিনে বিলাসিতা করার সুযোগ নাই ।
এইসব স্ট্রাগল করা ছেলে মেয়েগুলাকে দেখবেন রাতের ট্রেনে ফিরে ডিনারটা খেয়ে ১৪ টাকা দিয়ে ৪০ মিনিট কিনেই ওপাশের প্রেমিকাকে ফোন দেয় । অসমাপ্ত।


সংগ্রহঃ Abedin Joynal

No comments:
Write comments

Hey, Please like our Facebook Page Or Join Group and Get updates. You'll like it - twitter.com/Sudipto
Join Our Newsletter